রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
 

রাজাপুরে হত্যা চেষ্টা মামলা তুলে না-নিলে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন :

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫

---
মোঃআব্দুল্লাহ আল মামুন
স্টাফ রিপোর্টোর:ঝালকাঠির রাজাপুর উপজেলায় বড়ইয়ায় হত্যা চেষ্টার মামলাকে কেন্দ্র করে বাদি পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার বেলা ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা ও বিচার দাবি করা হয়। লিখিত অভিযোগ মামলার বাদি শাহানাজ পারভীন বলেন, গত ৬ সেপ্টেম্বর সকালে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় একাধিক মাদক মামলার আসামি মন্টু খান ও তার সহযোগীরা শাহনাজ পারভীনের পিতা আঃ হাইকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার বাবা গুরুতর আহত হন এবং তাকেও মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর তার মেয়ে শাহনাজ পারভীন বাদি হয়ে ১১ সেপ্টেম্বর রাজাপুর থানায় জাহিদ, রানা, মন্টু, কামাল, ওয়াহেদ, মোতালেব, শাহিনুর, বিউটি ও বৃষ্টি বেগমকে আসামী করে  মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ আসামী গ্রেফতার না করায় মামলার পর থেকেই আসামীরা তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। শাহানাজ পারভীন আরও জানান, মামলা দায়েরের পর নিরাপত্তাহীনতার কারণে তারা পরিবারসহ বাড়িছাড়া জীবনযাপন করছেন। এরই মধ্যে গত ১৯ ডিসেম্বর সকালে তাদের দখলীয় জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা অস্ত্র নিয়ে গিয়ে শ্রমিকদের বাধা দেয় এবং ভয় দেখিয়ে জমি থেকে সরিয়ে দেয়। এ সময় মামলা তুলে না নিলে ফসল লুট, গবাদিপশু নিয়ে যাওয়া, বসতঘর পুড়িয়ে দেওয়া ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তরা নিয়মিতভাবে তাদের বাড়ির আশপাশে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তিনি সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিচার বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একাধিক আসামীদের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি। রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে লিখিত দরখাস্ত পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে এবং আসামীদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon