![]()
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর গ্রামে একটি মন্দির থেকে সোলার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শালেশ্বর গ্রামের শিব ও কালী মন্দিরের সভাপতি নিতোন সরকার গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মন্দির বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর ২০ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে মন্দিরে এসে তিনি দেখতে পান, মন্দিরের গেটের তালা লাগানো গ্রীল ও গুনার তার কাটা এবং ক্ল্যাম্প ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। একই সঙ্গে মন্দিরে স্থাপিত সোলার সিস্টেমের ১২ ভোল্টের একটি ব্যাটারি চুরি হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, ১৬ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২০ ডিসেম্বরের মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মন্দিরে প্রবেশ করে সোলারের ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ লালপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
বিষয়টার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য