শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
 

গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে গোয়ালন্দে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এ বৃত্তি পরীক্ষায় গোয়ালন্দ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৪৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আইডিয়াল স্কুলের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গোল্ডেন লাইফ স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কেন্দ্র সচিব এমডি মজিবর রহমান, গোয়ালন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও লোটাস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও সানসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিনসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

 

কিন্ডারগার্টেন এসোসিয়েশন সূত্রে জানা যায়, কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং পাঠ্যপুস্তকভিত্তিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।

 

রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, “বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।”

 

পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়াও অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। নকলমুক্ত ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon