বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
 

ধর্ম অবমাননার অভিযোগ: এথিস্ট ইন বাংলাদেশ’-এর প্রকাশক ও লেখকদের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫

---

নিজস্ব প্রতিনিধি

ধর্ম অবমাননা ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগে ‘এথিস্ট ইন বাংলাদেশ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক ও বিভিন্ন লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৩ নভেম্বর রাজবাড়ীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালীখুলী থানার অধীন আমলি আদালত ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৫ক ও ৩৪ ধারায় মামলাটি গ্রহণ করেন। মোঃ আব্দুল হান্নান মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, বাদীর অভিযোগ অনুযায়ী উক্ত অনলাইন ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য, লেখা ও মন্তব্য প্রকাশ করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। মামলাটি গ্রহণের পর আদালত কালীখুলী থানার অফিসার ইন চার্জকে মামলার তদন্ত করে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলাটির নম্বর সি.আর.-৩৬৮/২০২৫।

আদালত সূত্রে আরও জানা গেছে, মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ‘এথিস্ট ইন বাংলাদেশ’-এর প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ এবং গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে বক্তব্য জানতে ‘এথিস্ট ইন বাংলাদেশ’-এর প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon