বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
 

রাজবাড়ীর কালুখালীতে সেনা পাবলিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন মালিয়াট গ্রামে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন ৫৫ ব্রিগেড আর্টিলারি কমান্ডার বিএ-৫৪৯৭ ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি স্যার, কর্নেল স্টাফ, কর্নেল জিএস, কর্নেল এডমিন, এমপি সিও, এফআইইউ ওসি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিনসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই সেনা পাবলিক স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হবে। পর্যায়ক্রমে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণিও চালু করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

 

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতায় সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই বিদ্যালয়ের জন্য জমি ক্রয় করা সম্ভব হয়েছে। সেনাবাহিনীর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। এই সেনা পাবলিক স্কুলটি সম্পূর্ণভাবে আপনাদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে।” তিনি ভবিষ্যতেও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

স্থানীয়রা সেনা পাবলিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে কালুখালী ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon