![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই রাজবাড়ী জেলাজুড়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, বীর মুক্তিযোদ্ধা শহিদ রফিক, সফিক ও সাদিক এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আব্দুল আজিজ খুশির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা) বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মুক্তিযুদ্ধের আদর্শে একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ খুশি রেলওয়ে ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাণী পাঠ, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
পরে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে।



মন্তব্য