![]()
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক ব্যতিক্রমধর্মী ও শান্তিপূর্ণ নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিমের সমর্থকরা অংশগ্রহণ করেন।
নীরব এই প্রতিবাদে জয়পুরহাট শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কোনো স্লোগান বা উচ্চবাচ্য না করে মোমবাতি জ্বালিয়ে তাঁদের দাবি ও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে তুলে ধরেন।
প্রতিবাদকারীরা জানান, জয়পুরহাট-১ আসনে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে এবং তৃণমূলের প্রত্যাশা পূরণে মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি। তাঁদের মতে, ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকে সামনে আনলে আগামী দিনে দল আরও শক্ত অবস্থানে যেতে পারবে।
কর্মসূচি চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও শৃঙ্খলাপূর্ণ। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।



মন্তব্য