![]()
জয়পুরহাট প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব জয়পুরহাট সদর থানা বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় নেতা–কর্মীদের আন্তরিক উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন জয়পুরহাট সদর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ মুসল্লীগণ।
দোয়া পরিচালনা করেন স্থানীয় একাধিকার শ্রদ্ধেয় আলেম–ওলামা।
নেতৃবৃন্দ বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশা।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী পরিবারসহ সর্বস্তরের মানুষের শান্তি, কল্যাণ ও দেশের সার্বিক উন্নতির জন্যও প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।



মন্তব্য