![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করে নিয়মিত অতিরিক্ত মালামাল বোঝাই পণ্যবাহী ট্রাক চলাচলের অভিযোগ উঠেছে। উপজেলার চত্বর মাঠ প্রাঙ্গণে অবস্থিত ওজন নির্ধারণ কেন্দ্র (ওয়েটস্কেল) দিয়ে প্রতিনিয়ত ২২ টনের বেশি, প্রায় ৩০ থেকে ৩৪ টন পর্যন্ত বোঝাই পণ্যবাহী ট্রাক টাকার বিনিময়ে পার হওয়ার সুযোগ পাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন এলাকার বাসিন্দারা।
অভিযোগে তারা উল্লেখ করেন, অতিরিক্ত লোডের এসব ট্রাকে অবৈধ পণ্য পরিবহনসহ সরকার নির্ধারিত নিয়ম অমান্য করা হচ্ছে। বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় এসব ট্রাক স্বাভাবিকভাবে চলাচল করছে।
অভিযোগকারীরা দাবি করেন, পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিতভাবে অতিরিক্ত মালামাল বোঝাই গাড়িগুলোকে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নিলেও বর্তমানে তা কার্যকর নেই। ফলে প্রতিনিয়ত অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলের কারণে সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসী বলেন, “স্কেলের দায়িত্বশীলদের ম্যানেজ করেই অতিরিক্ত লোডের গাড়িগুলো প্রবেশ করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।”
স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিযোগপত্রে স্বাক্ষর করেন—আবু সাঈদ ফকির, সুমন প্রামাণিক, শাহীন কমিশনার, মোঃ রিয়াজ, মোঃ শাহিন, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ইয়াকুব, শহিদুল, রায়হান শেখ, চুন্নু, হিমেল ও সুজনসহ আরো অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, সংশ্লিষ্টরা অভিযোগ জানিয়েছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “জনবল সংকটের কারণে ওই ওজন স্কেলে আমাদের নিয়মিত পুলিশ সদস্য মোতায়েন থাকে না। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি অনিয়মের পথ বেছে নিতে পারে। তবে খুব শিগগিরই জনবল ঘাটতি পূরণ হলে সেখানে আবার পুলিশ ডিউটি নিশ্চিত করা হবে। আশা করি এতে এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে।”



মন্তব্য