![]()
পিরোজপুর প্রতিনিধি :
“আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে ওই জালিমের জুলুমের প্রতিবাদে জনগণ যাতে ভোট দিতে পারে। এবারের ভোট দিব আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ নেব, আমাদের সকল শহীদের রক্তের বদলা নেব বাংলাদেশে একটি ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে।”
আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮:০০টায় পিরোজপুর শহরের কালিবাড়ি রোডে অবস্থিত জামায়াত কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াত মনোনীত পিরোজপুর ১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিল উত্তর সমাবেশে মাসুদ সাঈদী এ কথা বলেন।
তিনি আরো বলেন আমরা আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী জানতে পারলাম আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সারাদেশে একসাথে জাতীয় সংসদ নির্বাচন এবং হ্যাঁ ভোট অনুষ্ঠিত হবে,ইনশাআল্লাহ। আমরা সেই নির্বাচনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবো। কারণ আমরা গত ১৫ টি বছর কোনো ভোট দিতে পারি নাই। আমরা বিশ্বাস করি এবারের এই সরকার এমন একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে যেটা এই স্বাধীন বাংলাদেশে আর কখনো হয়নি।
তিনি আরো বলেন সম্মানিত ভাইয়েরা আমাদের হাতে বেশি সময় নেই, এই সময় টুকু কাজে লাগিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেব। “কারণ পরিবর্তনের যে হাওয়া বইছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারের পার্লামেন্ট হবে দাঁড়িপাল্লার পার্লামেন্ট, এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, এবারের পার্লামেন্ট হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্ট।”
সম্মানিত ভাইয়েরা আর ঘরে বসে থাকার সময় নেই প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, এই স্বপ্ন এবারই বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।
আরো বক্তব্য রাখেন জামায়াত জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক তিনি বলেন তফসিল ঘোষণার কারণে সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু এখনো অনেক অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের কাছে আমাদের দাবি দ্রুত এই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির ইসহাক আলী খান, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল-আমিন শেখ, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, যুব নেতা নকিব নাসরুল্লাহ, নয়ন, রফিকুল ইসলাম, মামুন প্রমুখ।



মন্তব্য