![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক কৃষি উদ্যোক্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোমান ওই গ্রামের মোঃ খাদেম শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষি উদ্যোক্তা ছিলেন। তার পরিবারে স্ত্রীসহ দুই সন্তান—রেদোয়ান শেখ (৯) এবং রাফিয়া আক্তার (৩)—রয়েছে।
নিহতের শ্বশুর মোঃ সিদ্দিক মন্ডল জানান, সকালে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার জন্য ঘরে থাকা বৈদ্যুতিক মোটরের লাইন ঠিক করতে গিয়ে রোমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফরিদপুরে নেওয়ার পথে রোমানের মৃত্যু হয়।
মোঃ সিদ্দিক মন্ডল আরও জানান, বৃহস্পতিবার বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রোমানের দাফন সম্পন্ন হবে। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



মন্তব্য