বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫

 ---

গোলাম মাহমুদ রাব্বি,জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক শিডিউল নির্ধারন করা হয়েছে। আগামী ২১তারিখ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এডমিশন জার্নি শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য  নিশ্চিত করেছেন।

জানা যায়, ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা, আর পরের দিন ২২ তারিখ বি ইউনিট এবং ই ইউনিটের পরীক্ষা, ২৩ তারিখ C1 ইউনিটের পরীক্ষা এবং একই দিন D ইউনিটের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা পরদিন ২৪ তারিখে দ্বিতীয় দিনের মাধ্যমে শেষ হবে। এরপর ২৮ তারিখ অনুষ্ঠিত হবে A ইউনিটের প্রথম দিনের পরীক্ষা এবং একই দিন আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ ইউনিটের দ্বিতীয় দিনের পরীক্ষা।

উল্লেখ্য, এবারে মোট ১৮৪২ আসনের বিপরীতে দুই লাখ ১৯ হাজার ৩৯৯ জন আবদন করেছেন। ফলে একটি আসনের জন্য লড়াই করবেন ১১৯ জন পরীক্ষার্থী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon