![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে বরগুনার পাথরঘাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান–এর সভাপতিত্বে বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরবিন্দ দাস, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিনুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মজিবুর রহমান শরিফ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, পাথরঘাটা মডেল প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন খান, সাংবাদিক নজমুল হক সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরফান আহমেদ সোয়েন প্রমুখ।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস জাতির গৌরবময় অর্জনের দিন। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানগুলি শৃঙ্খলাপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।



মন্তব্য