![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বাজার ও গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের নেতৃত্বে নির্বাচনীয় প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খানখানাপুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা কর্মসূচি শুরু করেন তিনি। পরে গোয়ালন্দ মোড় এলাকায়ও গণসংযোগ পরিচালনা করেন।
প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফজলে রাব্বি, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুবঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান,গোয়ালন্দ উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, “আপনারা সবাই ভিপি নূরের পক্ষে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমরা সবসময় ন্যায়ের পক্ষে কাজ করছি। দেশের উন্নয়ন, পরিবর্তন এবং একটি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অঙ্গীকার। এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
নেতাকর্মীরা জানান, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে প্রচারণা অব্যাহত রয়েছে এবং ভোটারদের ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা।



মন্তব্য