বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
 

ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকের মোটর শোভাযাত্রায় প্রচারনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে মোটর শোভাযাত্রার মাধ্যমে দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সকালে রাজাপুরের বাগড়ি নতুন পেট্রোল পাম্প এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা বের হয়। বাগড়ি থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালিয়া উপজেলার দিকে অগ্রসর হয়। কাঁঠালিয়া উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মী মোটরসাইকেলে দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন, ব্যানার ও স্লোগানে মুখরিত করে রাখেন পুরো পথ। বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষদের দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

পরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরসহ উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন প্রার্থী ড. ফয়জুল হক।

স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার সমস্যা, দুর্ভোগ ও দীর্ঘদিনের অবহেলার বিষয় শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগে প্রার্থী ড. ফয়জুল হক বলেন, রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষকে নিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। জনগণের সেবা করার নীতিতে আমার রাজনীতি। এই অঞ্চলের অবহেলিত মানুষদের উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকীকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি—এগুলোই আমার প্রধান কাজ হবে। দাঁড়িপাল্লা প্রতীকে জনগণ রায় দিলে আমি উন্নয়নের দিক থেকে ঝালকাঠি-১ আসনকে দেশের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করাব।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়নবঞ্চিত। সড়ক যোগাযোগ, কৃষকের ন্যায্যমূল্য, নদী ভাঙন, চাকরির সুযোগ এসব নিয়ে মানুষের হতাশা রয়েছে। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করব। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিন, আমি মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দেব। নেতাকর্মীদের স্লোগান ও প্রচারণা শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’, ‘পরিবর্তনের পক্ষে দাঁড়ান’, ‘ফয়জুল হককে বিজয়ী করতে এগিয়ে আসুন’এমন স্লোগানে এলাকা মুখরিত করেন।

তাদের দাবি, ঝালকাঠি-১ আসনে জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

নেতাকর্মীরা জানান, এলাকায় সৎ মানুষ হিসেবে পরিচিত এ রকম একজন প্রার্থীকে আমরা পেয়ে গর্বিত। জনগণ তাকে গ্রহণ করছে মানুষের অংশ গ্রহন তার প্রমাণ।

শোভাযাত্রা দেখতে রাস্তায় দাঁড়ানো স্থানীয়রা জানান, নির্বাচন এলে অনেকেই নানা প্রতিশ্রুতি দেয় আমরা চাই এর বাস্তবায়ন। অনেক প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় উচ্ছ্বাস তৈরি হয়েছে এলাকায়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিবিরে এ নিয়ে তৎপরতা বেড়েছে। দিন যত যাচ্ছে নির্বাচনী মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছেন ভোটাররা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon