রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
 

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশীদ বলেন, নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সকল দ্বিধাদন্দ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কোন প্রকার রং ছিটানো, আনন্দ মিছিল, কারো প্রতি রুঢ় আচরণ করা যাবে। সকলকে নফল নামাজ পড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে হবে। কোন প্রকার মানুষের কষ্টের কারণ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুন-অর-রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মতিয়ার রহমান। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি সদস্য। শিক্ষাগত যোগ্যতা অনার্স (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, এল.এল.বি. প্রাইম ইউনিভার্সিটি, ঢাকা। পেশা ব্যবসা। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাবেক সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক যুগ্ম আহাবয়ক, সাবেক ২বারের সাধারণ সম্পাদক ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon