![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। এতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দপ্তর প্রধানরা অংশগ্রহণ করেন।
এসভায় উপস্থিত ছিলেন—গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সালমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ হাফিজুল হক, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এবং সাধারণ জনগণের সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন,“উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা একসঙ্গে কাজ করছি। চলমান উন্নয়ন কার্যক্রম সঠিক সময়ে ও সঠিকভাবে সম্পন্ন করতে সকল দপ্তরকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। একইসঙ্গে জনসেবার মান উন্নত করতে প্রতিটি দপ্তরকে সময়মতো প্রতিবেদন প্রদান এবং মাঠপর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গোয়ালন্দকে আরও একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা প্রত্যয়ী।”
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।



মন্তব্য