![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর)সকালে প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে, কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদের হবে উন্নতি “এই স্লোগানকে সামনে রেখে খামারিদের নিয়ে রেলি/ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
এ সময় অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খামারিদের অংশ গ্রহণ করা ৩০ টি স্টলে দেশীয় মহিষ, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এবং পোষা পাখি, বিড়াল, কুকুর, খরগোশ সহ শতাধিক বিভিন্ন প্রাণির প্রদর্শনী করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী খামারীদের
পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে বিজয় নির্ধারণ করা হয়। প্রদর্শনীতে গরু, মহিষ, ঘোড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারী নুরুল আমিন, ছাগল, ভেড়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন খামারি কাইয়ুম, হাঁস-মুরগি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন ফেরদৌস, পোষা প্রাণী সপ্না। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, এ সময় অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ভেটেনারি সার্জন ডাক্তার মিনহাজুর রহমান। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গবাদি পশু, হাঁস, মুরগীর ফ্রি ভ্যাকসিন, কৃমিনাশক বিতরণ, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রমণ প্রচার ও প্রচারণা , কৃত্রিম প্রজনন সেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, এবং ২রা ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান।



মন্তব্য