![]()
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল করেছে বিএনপি নেতা ফয়সল আলিমের সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর) জয়পুরহাটে এক আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে ফেস্টুন লাগিয়ে হাজার হাজার নেতাকর্মীরা এ গণমিছিল করেন।
জয়পুরহাট- সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন বাতিলের কর্মসূচি পালন করেন বিএনপি নেতা ফয়সল আলিমের সমর্থকরা। এসময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরিবর্তন চাই করতে হবে, ১ আসনের মনোনয়ন বাতিল কর করতে হবে। খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গনমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বুলু,পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,পাঁচবিবি পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন,আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নওশাদ হোসেন, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম সহ প্রমুখ এর নেতৃত্বে।



মন্তব্য