বুধবার, ৫ নভেম্বর ২০২৫
 

রাজবাড়ী-১ আসনটিকে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে হবে- খৈয়াম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫

------------

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী ও সমর্থককে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন দলের মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

মঙ্গলবার সন্ধ্যার পর গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকায় বিএনপির অস্হায়ী কার্যালয়ে আয়োজিত পথ সভায় তিনি এ আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

খৈয়াম বলেন, আমাকে নিয়ে দলের মধ্যেকার অনেকে অনেক বাজে কথা বলেছে। আমাকে আহত করেছে। কিন্তু আমি কিছু মনে করিনি। মহামানবদের বিরুদ্ধেও তো কতজন কত কথা বলত, শত্রুতা করত। সেখানে আমি তো অতি তুচ্ছ মানুষ।

তবে দলের প্রতি আমার আস্হা ছিল। আমি মনোনয়নের বিষয়ে অনেকটা নিশ্চিত ছিলাম। কিন্তু মুখে কখনো কিছু বলিনি। অথচ আমাকে নিয়ে কিছু নেতাকর্মী খুবই আপত্তিকর কথা বলেছে।

যা হোক আমি সবকিছু ভুলে গেছি। আমার সকল নেতাকর্মীদেরকেও বলবো সকল ভেদাভেদ ভুলে যান। সকলে মিলেমিশে দলের জন্য কাজ করেন।

রাজবাড়ী-১ আসনটিকে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে হবে।

নেতাকর্মী উদ্দেশ্যে তিনি আরও বলেন, ১৭ টি বছর আওয়ামী দুঃশাষনের মধ্যে আমি ও আমার কর্মী সমর্থকরা দুর্বিষহ সময় কাটিয়েছেন। জেল খেটেছেন। জুলুম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু আমরা প্রতি হিংসার রাজনীতি করব না। দুঃসময়ে আপনারই ছিলেন আমার শক্তি ও সাহস।

পরিবর্তিত পরিস্থিতিতে এখন দোশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তার ৩১ দফা বাস্তবায়নে আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে।

তাছাড়া রাজবাড়ী ও গোয়ালন্দে আমাদের অনেক কাজ করতে হবে। দৌলতদিয়া-পাটুরিয়ায়

দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, দৌলতদিয়ায় আধুনিক নৌ-বন্দর, মেডিকেল কলেজ, বিশ্ব বিদ্যালয়, রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ সহ অনেক ক্ষেত্রে অনেক উন্নয়ন মূলক কাজ করতে হবে।

তাই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং রাজবাড়ী জেলার উন্নয়নের জন্য আমাদের এখন ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে।সাধারণ মানুষের কাছে যেতে হবে। ধানের শিষের পক্ষে কাজ করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন  রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, এম মজিদ বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট নেকবার হোসেন মনি, মুরাদ আল রেজা, এসএম কাওসার আহমেদ, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট এবিএম ছাত্তার, সাবেক  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার মাহমুদ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি তারেক বেপারী,

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ  সোরোয়ার হোসেন মোল্লা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কাশেম মিয়া

সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon