এ জেড সুজন, নাটোর প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে নাটোরের লালপুরে লিফলেট বিতরণ ও আনন্দ মিছিল করেছেন ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলির সমর্থকরা।
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহিনী চত্বরে বক্তব্য রেখে প্রোগ্রাম শেষ করেন।
এ সময় বক্তব্য রাখেন,লালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রকিবুল ইসলাম রকি, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সদস্য, রাসেল আহমেদ আয়নাল।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সানজিদা ইয়াসমিন তুলি আপুর পক্ষে হয়ে ধানের শীষের জন প্রচারে নেমেছি আমরা। দল যাকেই মনোনয়ন দেবে ধানের শীষের হয়ে আমরা তার সঙ্গে কাজ করবো।
মন্তব্য