বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
 

জাবিতে মওলানা ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন: ছাত্র সংসদের প্রথম দৃশ্যমান উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬টি রুমের দেয়াল থেকে রঙ ও বালি খসে পড়ার সমস্যা দূর হয়েছে। দেড় বছর ধরে শিক্ষার্থীদের দাবি ও একাধিকবার আবেদন জানানোর পর অবশেষে হল ছাত্র সংসদের উদ্যোগে দেয়াল সংস্কার, টাইলস ও রঙের কাজ সম্পন্ন হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওয়াশরুম সংলগ্ন দেয়াল ভেজা থাকায় রঙ খসে পড়া ও দেয়াল ক্ষয়ে যাওয়ায় ভোগান্তিতে ছিলেন শিক্ষার্থীরা। হল সংসদ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি অগ্রাধিকার দিয়ে হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করে ছাত্র সংসদ। শেষ পর্যন্ত তাদের তত্ত্বাবধানে সংস্কার কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, “এই মেরামতি প্রকল্প হলের বুনিয়াদ। আমি এখানে আসার পর থেকেই শিক্ষার্থীদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল আজ আমরা সেই দাবি সফলতারা সাথে বাস্তবায়ন করতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও উন্নয়নমূলক কাজ নজরে রাখব — যেন শিক্ষার্থীদের আবাসিক জীবন আর ভালো হয়।”

মওলানা ভাসানী হল সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, মওলানা ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬ টি রুমের দেয়াল খসে বালি পড়তো, দেয়াল ভেজা থাকতো, একরকম থাকার অযোগ্য হয়ে উঠেছিলো ১৬ টি রুম।শিক্ষার্থীরা দীর্ঘদিন(প্রায় দেড় বছর) ধরে রুমগুলো সংস্কারের বিষয়ে দাবি জানিয়ে আসছিলো কিন্তু কাজ হয়নি।

তিনি আরও জানান, আমরা মওলানা ভাসানী হল ছাত্র সংসদ ৩-৪ বার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়ে বিষয়টা জরুরি ভিত্তিতে করার জন্য চাপ দেই,যেহেতু দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার অফিসে ফাইল আটকে আছে। অনেক চেষ্টার পর ভাসানী হলের ওয়াশরুমের পাশের ১৬ টি রুমে টাইলস এবং রঙয়ের কাজ কমপ্লিট করা হয়েছে।

তিনি আরও বলেন, এটিই মওলানা ভাসানী হল ছাত্র সংসদ অল্প সময়ের মধ্যে প্রথম দৃশ্যমান কাজ।আশা করি হলের বাকি সমস্যাগুলোও মওলানা ভাসানী হল ছাত্র সংসদের মাধ্যমে আমরা দ্রুততম সময়েই সমাধান করবো ইনশাআল্লাহ

সংস্কার শেষে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। এক শিক্ষার্থী বলেন, “আগে দেয়ালের রঙ খসে পড়তো, ভেজাভাব থাকতো এখন রুমগুলো অনেক পরিষ্কার ও সুন্দর দেখাচ্ছে। সংসদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

উল্লেখ্য, মওলানা ভাসানী হল ছাত্র সংসদের এটি প্রথম দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়নমূলক উদ্যোগ, যা শিক্ষার্থীদের প্রত্যাশিত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon