বুধবার, ১২ নভেম্বর ২০২৫
 

জাতীয় যুব শক্তির জেলা সদস্য সচিব হলেন নবাবগঞ্জের ইঞ্জিনিয়ার ইসাহাক আলী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫

---

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলায় জাতীয় যুব শক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় সংগঠনটির কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করতে পাঁচজন নিবেদিতপ্রাণ নেতাকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। সংগঠনের জেলা কমিটির অনুমোদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন নেতৃত্বে রয়েছেন— ইঞ্জিনিয়ার ইসাহাক আলী জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর খলিসাগাড়ী গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরেই তিনি এলাকার তরুণ সমাজকে নিয়ে সামাজিক উন্নয়ন কার্যক্রম ও মানবিক কাজে যুক্ত রয়েছেন।

এছাড়াও নেতৃত্বে রয়েছেন- মোঃ নাজিব – যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখা

গ্রাম: জগন্নাথপুর, উপজেলা: নবাবগঞ্জ। মোঃ বেলাল হোসেন – সংগঠক, জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখা, গ্রাম: খয়েরগুনি, উপজেলা: নবাবগঞ্জ

মোঃ ইসরাফিল ইসলাম – সংগঠক, জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখা, গ্রাম: জগন্নাথপুর, উপজেলা: নবাবগঞ্জ

মোঃ শাহাদত হোসেন – সংগঠক, জাতীয় যুব শক্তি দিনাজপুর জেলা শাখা, উপজেলা: নবাবগঞ্জ

সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুব সমাজকে দক্ষ, দেশপ্রেমিক ও সামাজিকভাবে দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবাবগঞ্জ উপজেলায় শিগগিরই যুববান্ধব কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান নবনিযুক্ত সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইসাহাক আলী। দায়িত্বপ্রাপ্ত অন্য নেতারাও যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে ফিরিয়ে এনে উন্নয়নমূলক কাজে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আগামীদিনে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, মানবিক সহযোগিতা, শিক্ষাবিষয়ক উদ্যোগ ও কর্মসংস্থানমুখী কার্যক্রম বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon