মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
 

জবি ছাত্রদল নেতার উদ্যোগে দুইদিনব্যাপী ফল ও পিঠা উৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য  রিয়াসাল রাকিবের উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার(২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন দুপুর ১টা পর্যন্ত চলে।

‎জানা গেছে, উৎসবে প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য দুই রকমের পিঠা এবং মাল্টা ও আনারসসহ মোট পাঁচ ধরনের ফল পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, আগামীকালও একইভাবে এ আয়োজন অব্যাহত থাকবে।শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে।

 ---

‎সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহন বলেন, “এমন অসময়ে এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পিঠা ও ফল খেয়ে গ্রামের কথা মনে পড়ে গেল। এমন উৎসব মাঝে মাঝেই করা উচিত।”

‎আরেক শিক্ষার্থী নাফীস বলেন, “ফলগুলো দারুণ সুস্বাদু ছিল। এমন উৎসবমুখর পরিবেশে এমন সময়ে খাওয়াদাওয়া করতে সত্যিই ভালো লাগছে। ছাত্রদলের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

‎এ বিষয়ে ছাত্রদল নেতা রিয়াসাল রাকিব বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের বিভিন্ন পরিকল্পনা ছিল, তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।

‎তিনি বলেন,সকাল থেকে শিক্ষার্থীদের ভালো সাড়া পেয়েছি। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ফল ও পিঠা খেয়ে আনন্দ করেছে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল সবসময় কাজ করে যাবে এবং যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা আমাদের পাশে পাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon