মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
 

ইরাক প্রবাসী আজাদ শেখের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইরাক প্রবাসী নিহত আজাদ শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিহতের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান শুকনো খাবারসহ চাল, ডাল, তেল, লবণ, আটা, মসলা এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, “ইরাকে দৌলতদিয়া ইউনিয়নের আজাদ শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এটি একটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পরিবারটি অসচ্ছল, তাই সরকারের পক্ষ থেকে যেসব সুবিধা দেওয়া সম্ভব আমি তা নিশ্চিত করার চেষ্টা করব। পরিবারটি যেন শোক সহ্য করার শক্তি পায়, সেই প্রার্থনা করছি। শুনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।”

নিহত আজাদ শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডলপাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে। তিন মাস আগে ধারদেনা করে দালালের মাধ্যমে ইরাক যান তিনি। সেখানে বাগদাদ শহরে গত সপ্তাহে নিখোঁজ হওয়ার পর ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রবাসী সহকর্মী লিটনের মাধ্যমে তার পরিবারের কাছে হত্যার খবর পৌঁছায়। জানা যায়, হত্যার পর আজাদের মরদেহ তিন টুকরো করে বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। শহরের পরিচ্ছন্ন কর্মীরা দুর্গন্ধ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নেয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon