মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
 

পাথরঘাটায় দোকান দখল নিয়ে উত্তেজনা, মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা পৌর শহরে দোকান দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন এবং পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি শান্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের টিন ব্যবসায়ী গোলাম ছগির মিন্টু গতকাল (১৮ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের নিয়ে দোকানঘর উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন। পরে তার ছেলেরা দোকানটি দখলমুক্ত করে ব্যবসা শুরু করার উদ্দেশ্যে মালামাল ভেতরে তুলতে থাকেন।

গোলাম মিন্টু অভিযোগ করে জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তার দুটি দোকানের একটি স্থানীয় বিএনপি নেতা এডভোকেট জিয়াউদ্দিন দখল করে নেন। পরে ভুয়া ডিসিআর তৈরি করে তার স্ত্রী এডভোকেট মনোয়ারা ও শ্যালক এডভোকেট রফিকুল ইসলাম মল্লিক মালিকানা দাবি করেন। রাজনৈতিক কারণে তখন তিনি প্রতিবাদ করতে পারেননি। তবে সম্প্রতি তদন্তে জমির মালিকানা তার পক্ষে প্রমাণিত হওয়ায় দোকান উদ্ধারের উদ্যোগ নেন।

অন্যদিকে এডভোকেট জিয়াউদ্দিন বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় জেলা প্রশাসনের দেওয়া ডিসিআরের ভিত্তিতে তার স্ত্রী মনোয়ারার নামে দোকান রেকর্ডভুক্ত হয়। গত ১৮ বছর ধরে সুজন নামে এক ভাড়াটিয়া সেখানে ব্যবসা করে আসছেন। গতকাল মিন্টুর লোকজন ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে মালামাল লুট করেছে বলে তিনি অভিযোগ করেন।

ভাড়াটিয়া ব্যবসায়ী সুজনও অভিযোগ করে বলেন, দোকান বন্ধ করার সময় মিন্টুর ছেলেরা তাকে আটকে রেখে সব মালামাল বাইরে ফেলে দেয়। মালিকানা দ্বন্দ্বে তিনি চরম ক্ষতির শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টুর সমর্থকরা দোকানে প্রবেশ করে ভাড়াটিয়া সুজনকে বের হয়ে যেতে বলেন। তিনি অস্বীকৃতি জানালে তার মালামাল বাইরে নামিয়ে দেন এবং দোকান নিজেদের দখলে নেন।

এ ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে নিয়ে বসে আগামী ৪ অক্টোবর সালিশি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। এ সময় ভাড়াটিয়ার মালামাল যাতে নষ্ট না হয়, সে জন্য দোকান সাময়িকভাবে তার কাছেই হস্তান্তর করা হয়।

ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার পর উভয় পক্ষকে আলোচনায় বসানো হয়েছে। সালিশি বৈঠকের মাধ্যমেই চূড়ান্ত মালিকানা নির্ধারণ হবে। ব্যবসায়ীর মালামাল নিরাপদে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়ভাবে ঘটনাটি রাজনৈতিক রুপ নিলেও প্রশাসন শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon