মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
 

জাবির নবীন ব্যাচের সাথে শুভেচ্ছা বিনিময় ছাত্রদলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫

 ---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচের (৫৪) ক্লাস শুরু হয়েছে আজ। ক্লাস শুরুর আগে বিভিন্ন একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের ফুল ও কলম উপহারের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রোববার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম চালায় তারা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবন, নতুন কলা ভবন, কম্পিউটার সাইন্স বিল্ডিং, পুরাতন কলা ভবন এবং ব্যাবসায় শিক্ষা অনুষদে ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদেরকে ফুল এবং কলম দিয়ে বরন করে নেয় এবং নতুন ধারার ছাত্ররাজনীতি এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন। ছাত্রদলের এ কর্মসূচীর প্রশংসায় নবীন ব্যাচের শিক্ষার্থী রিয়া বলেন, আমরা বিগত সময়ে র‍্যাগিং, গণরুমের কথা শুনেছি। কিন্তু বর্তমানে ক্যাম্পাসে এসে ভিন্ন চিত্র দেখে ভালো লাগছে। এমনটাই প্রত্যাশা করি। আরেক শিক্ষার্থী রাফিন বলেন, ছাত্রদলের এ উদ্যোগে আমি অভিভূত। আশা করছি আগামী দিনেও তাদের পাশে পাব। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, বিগত সময়ের নোংরা রাজনৈতিক কালচারের বিনাশ করে নতুন ধারার রাজনীতি চালু করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে আমরা দৃঢ় প্রত্যয়ী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon