মোঃ রাকিব উদ্দিন ফয়সাল ,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ),প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈত্রিক জমিতে জবর দখল করে রাখেন দুই চাচা ছাত্তার মিয়া ও প্যারা মিয়া। পরে জমি দাবী করার পর থেকে অব্যাহত দেশীয় অস্ত্রে মহড়া দেয়া ও বাড়িছাড়াসহ প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগী পরিবার। এর প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার পূর্বাচলের ৫নং সেক্টর এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন বাদী ও তার পরিবার। উপস্থিত ছিলেন খাস দাউদপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা মৃত নুরুল ইসলামের নুরু মিয়ার স্ত্রী মমতাজ বেগম, মামলার বাদী ও নুরু মিয়ার ছেলে এনামুল হক, সানাউল্লাহ, রেজাউল করিম, হাবিবুর রহমান।
এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, খাস দাউদপুর বড় বাড়ির বাসিন্দা নুরু মিয়ার নামীয় এসএ,আরএস রেকর্ড ও ক্রয় দলিলসূত্রে মালিকানাধীন জমিতে নুরু মিয়ার চাচাতো ভাই ছাত্তার ও প্যারা মিয়া জোর করে সাড়ে ৯ শতক জমি দখল করে রাখে। ওই জমি ফেরত চাইলে বিগত সময়ে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর প্রভাব খাটিয়ে তারা প্রাণনাশের হুমকি দিতো,মারধর করতো। এ ঘটনার রূপগঞ্জ থানায় জিডির পর তা মামলায় রূপান্তর হয়। ওই মামলা তুলে না দিলে মেরে বস্তায় ভরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেয়ার হুমকী দেয় চাচারা।এতে চরম নিরাপত্তাহীন রয়েছি। আমরা জমি ফেরত চাই, জীবনের নিরাপত্তা চাই।
নুরু মিয়ায় স্ত্রী মমতাজ বেগম বলেন, আমার স্বামীর জমি বিগত ৬০ বছর ধরে বাস করতেছি। এখন নিজের জমিতে আমার সন্তানদের যেতে দিচ্ছে না। রাস্তায় ফেলে কুপিয়ে হত্যার হুমকী দিচ্ছে। আমি নিরাপত্তা চাই।
মন্তব্য