মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
 

রাকসু নিয়ে ৫ দফা দাবি দাবি শাখা ছাত্রদলের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫

---

রাবি প্রতিনিধি

প্রথম বর্ষের ও বিদেশী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করে তাঁরা।

 

তাঁদের দাবিগুলো হলো- ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করা, আবাসিক হলে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করা।

 

এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আজ পাকিস্তানি পেতাত্মারা যারা অর্থ দুর্নীতি করে, যাদের ব্যাংকে টাকা ছিল না, তারা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে কীভাবে রাকসুকে ভঙ্গ করা যায় ও ছাত্রদলের নামে মিথ্যাচার করায় ব্যস্ত রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করেছে। সেই বিতর্কিত রুয়া নির্বাচনের নির্বাচন কমিশনারকে কোনো আলোচনা ছাড়াই রাতের আঁধারে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

 

তিনি আরও বলেন, “কোনো শিক্ষক অপমান বা লাঞ্ছিত হোক তা চাই না। আমাদের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত না করে রাকসু নির্বাচন হবে না।”

 

সমাবেশ শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

 

স্মারকলিপি বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, “আমরা তাদের দাবিগুলো পেয়েছি এবং এবিষয়ে আলোচনা করা হবে। যেগুলো নির্বাচন কেন্দ্রিক দাবি, সেগুলো নির্বাচন কমিশন দেখবে।”

 

এসময় দলটির সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon