বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
 

তথ্য গোপন করে জাবি হল ছাত্রদলের কমিটির সভাপতি সৌরভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫

---
জাবি প্রতিনিধি 
প্রাতিষ্ঠানিক নাম গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্য এবং ২১নং হল‌ ছাত্রদলের সভাপতি হওয়ার অভিযোগ সৌরভ মৃধা বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, সৌরভ মৃধা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯তম (২০১৯-২০ সেশনের) ব্যাচের শিক্ষার্থী। কিন্তু তার ব্যাচে ওই নামে কোন শিক্ষার্থী নেই। তার প্রকৃত নাম এম এম শরিফুল বারী এবং এই নামেই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে তিনি। তবে গত ৮ আগস্ট  বিশ্ববিদ্যালয় ২১নং হলে সভাপতির দায়িত্ব পান তিনি। সেখানেও ব্যবহার করা হয়েছে ছদ্মনাম।
এদিকে ২১নং আবাসিক হলের এক শিক্ষার্থী এবং আহ্বায়ক কমিটির সদস্য জানান, সৌরভ মৃধা তার প্রকৃত নাম নয় জেনে একটু অবাক হলাম। ছাত্রদলের তাকে সৌরভ মৃধা নামে সকলেই জানে। কিন্তু তার প্রকৃত নাম এম এম শরিফুল বারী! তবে আমার প্রশ্ন সে কেন গুপ্ত রাজনীতি করছে? বিশেষ কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নাকি আবার।

তথ্য গোপনের বিষয়ে এম শরিফুল বারী বলেন, সৌরভ মৃধা আমার ডাক নাম। ভুলবশত এ নামটি কমিটিতে এসেছে। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। সংশোধন করা হবে।

এ বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আহ্বায়ক কমিটিতে একই নাম এসেছিল। কিন্তু সেটি সংশোধন করতে দেখা যায়নি। এদিকে, গত শুক্রবার দিবাগত রাতে তথ্য গোপনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চারটি হল কমিটির ৬ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon