বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
 

পদে রাখতে টাকা দাবির অভিযোগ জাবির আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫

---

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পদে রাখতে টাকা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের বিরুদ্ধে।

রবিবার (১০ আগষ্ট) বিকালে এমন অভিযোগ করেন শাখা ছাত্রদল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস আলী

অভিযোগ জানিয়ে ইউনুস আলী বলেন, কয়েকদিন আগে ৪৬তম ব্যাচের আহ্বায়ক কমিটির সদস্য আমার কাছে এসে বলে টাকা দিলে কমিটিতে নিশ্চিত পদ মিলবে। তখন সে আমাকে শীর্ষ দুই নেতার রেফারেন্সে গ্যারান্টি দেয় এবং টাকা ছাড়া পদ নেওয়া কঠিন বলে জানাই। পরবর্তীতে আমি জানতে পারি তারা মূলত আহ্বায়ক-সদস্য সচিবের হয়ে আমার কাছে টাকা নিতে এসেছিল। কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করি এবং এর পরিণতি হিসেবে আমাকে কোন পদে রাখা হয়নি।

তিনি আরো বলেন, ছাত্রদল করার কারণে আমি শিক্ষাজীবন শেষ করতে পারিনি। ষ অনেক ত্যাগ স্বীকার করে ছাত্রদল করার পর আজকে আমাদের এ পরিণতি। টাকা ছাড়া পদ দিতেও চায়না।

এ বিষয়ে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, তার সাথে আমার কোন কথা হয়নি। তার দাবি সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কিছুই হয়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon