বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
 

আহ্বায়ক কমিটির ৪ বছর পর রাবি ছাত্রদলের কমিটি; নেতৃত্বে রাহী- জহুরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫

---

রাবি প্রতিনিধি
আহ্বায়ক কমিটির চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই কমিটি প্রকাশ করা হয়।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন।

আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হলে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের ১৬ জুলাই ৩ মাসলর জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলো কেন্দ্রীয় ছাত্রদল।সেই কমিটিতে আহ্বায়ক হিসাবে ছিলেন সুলতান আহমেদ রাহী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon