সোমবার, ২১ জুলাই ২০২৫
 

জাবি ছাত্রদলের উদ্যোগে হেপাটাইটিস-বি টিকা পাচ্ছেন ৪০০০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫

---

 

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪ হাজার  শিক্ষার্থীকে ছাত্রদলের উদ্যোগে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিনামূল্যে তিন ডোজের এ ভ্যাকসিনেশন কর্মসূচি আগামী ২৪ জুলাই শেষ হতে যাচ্ছে।

 গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন। ওই সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১০ থেকে ২১ মে পর্যন্ত টিকা নিতে আগ্রহী রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের ব্লাড স্যাম্পল স্ক্রিনিং নেওয়া হয়। এর ওপর ভিত্তি করে ১৪ মে শুরু হয়ে ২২ মে পর্যন্ত মোট  ৪ হাজার শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

 

 তিন ডোজের এই টিকার দ্বিতীয় ডোজ গত ১৬ জুন শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলে।  এর ১ মাস পর গত ১৭ জুলাই তৃতীয় ডোজের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। আগামী ২৪ জুলাই পর্যন্ত তা চলবে। আজ (রোববার) পর্যন্ত প্রায় ১ হাজার শিক্ষার্থী তৃতীয় ডোজের টিকা গ্রহন করেছেন বলে আয়োজনকরা জানিয়েছেন।

 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে এ হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

 

টিকাদান কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ৩ ডোজে ৩০ হাজার ডোজ হেপাটাইটিস-বি টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। তবে ৪ হাজার শিক্ষার্থী টিকা গ্রহন করছেন। তাদেরকে মোট ১২ হাজার ডোজ টিকা দেওয়া হবে।

 

টিকা প্রদানের সময় ৫৭ জন শিক্ষার্থীর ব্লাড স্ক্রিনিংয়ে হেপাটাইটিস-বি পজেটিভ ধরা পড়ে। তাদেরকে বিএনপির পক্ষ থেকে যথাযথ চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ থেকে তাদের চিকিৎসা শুরু হবে।

 

ছাত্রদলের এ টিকা নেওয়ার সুযোগ পাওয়ায় সংগঠনটির প্রশংসা করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বিনামূল্যে এমন টিকা পাওয়ায় তারা খুশি। বাইরে এ টিকা গ্রহন ও ব্লাড স্ক্রিনিং করতে প্রতিজনের জন্য প্রায় ৩ হাজার টাকা খরচ হতো। বিনামূল্যে তা পাওয়াতে সংগঠনটির প্রশংসা করছেন শিক্ষার্থীরা।

 

টিকা গ্রহনকারী শিক্ষার্থীদের একজন উম্মে হাবিবা বলেন, ছাত্রদলের এ উদ্যোগকে এ টিকা পেয়ে আমি উপকৃত হয়েছি। ইতিবাচক ধারার ছাত্ররাজনীতির উৎকৃষ্ট নজির স্থাপন করেছেন তারা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় ছাত্র সংগঠনটি অনুকরণীয় হয়ে থাকবে।

 

আরেক শিক্ষার্থী আমিনুর রহমান টিকা নিতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে ক্যাম্পাসে টিকা গ্রহণ না করলে আমাদের তা নেওয়াই হতো না।

 

বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচির বাস্তবায়নে দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহ মো. ফয়সাল হোসাইন বলেন, স্বাস্থ্য খাত উন্নতির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি চলছে। হেপাটাইটিস-বি একটি নীরব মরণঘাতী রোগ। আমাদের এই রোগ থেকে বাঁচতে আরো সচেতন হওয়া প্রয়োজন। এমন একটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে পেরে আমার ভালো লাগছে। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানসম্পন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছি।

 

 এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শাখা আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের ৩১ দফার অন্যতম ২৬ তম দফা ‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’ এর অধীনে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এই ভ্যাকসিনেশন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরে গর্বিত। আগামীদিনেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon