বাগেরহাট প্রতিনিধি:মো: মুন্না শেখ
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য মনিরুল ইসলাম খান। তাঁর দিকনির্দেশনায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
ছাত্রদলের এই উদ্যোগে অংশ নেন সাগর শেখ, সিহাব শেখ, সাকিল খান, মিরাজ খান,পিয়াল শিকদার সহ আরও অনেক ছাত্রনেতা ও কর্মী। তারা বলেন, “পরিবেশ রক্ষা শুধু দায়িত্ব নয়, আমাদের প্রজন্মের অস্তিত্ব রক্ষার শপথ।”
বৃক্ষরোপণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রদলের নেতারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মন্তব্য