বুধবার, ১৬ জুলাই ২০২৫
 

ঝালকাঠিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫

 ---

ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের মতো ঝালকাঠিতেও শুরু হয়েছে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। এ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে ঝালকাঠি জেলার জন্য একটি বিশেষ জেলা সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

জেলা সমন্বয়ক টিমে রয়েছেন—মাসুদ আহমেদ মিলন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি), মো. কামরুজ্জামান (সাবেক সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি) এবং গোলাম আজম সৈকত (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি)।

টিমের নেতা গোলাম আজম সৈকত জানিয়েছেন, তারা খুব শিগগিরই জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির রূপরেখা নির্ধারণ করবেন। এই উদ্যোগের মাধ্যমে দলীয় সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা এবং বিএনপির গণভিত্তিকে নতুন করে জাগিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

দলের নেতৃত্ব মনে করছে, এই সদস্য নবায়ন কার্যক্রম ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এক শক্তিশালী ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon