মোঃ রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ),প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৪ বছর পর উপজেলার বাড়িয়াছনি ও বাঘের আগা জামে মসজিদ নামে দুই মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করেছে গ্রামবাসি। ১২ জুলাই শনিবার দুপুরে গ্রামবাসি মিলিত হয়ে আওয়ামী যুবলীগ নেতা মানিক গংদের দখল থেকে এ জমি উদ্ধার করেন তারা। এ সময় রূপগঞ্জ থানা পুলিশের এসআই জাকির হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তবে দখলদার যুবলীগ নেতা মানিক মিয়ার পরিবারের সদস্যরা জানায়, জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। এ জমির পজিশন নিয়ে বিতর্ক ও বিরোধ রয়েছে।
এ বিষয়ে বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের দুই মসজিদের নামে ওয়াকফকৃত জমি জোরকরে দখলে রেখেছিলো মানিকসহ একটি পরিবারের সদস্যরা। এখন আমরা গ্রামবাসি মিলে নিজেদের মসজিদের জমি উদ্ধার করেছি।এতে মুসুল্লিরা উপকৃত হবেন।
মন্তব্য