মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
 

মহান নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জুলাই ২০২৫

---

হাসনা হেনা নুপুর

মাগো তুমি কাঁদছো কেন
খারাপ কেন মন
তোমার সাথে আছে মাগো
বাংলার জনগন।
ঘর ছাড়া করেছে তোমায়
করেছে অপমান
কেড়ে নিতে চেয়েছিল
তোমার সম্মান?
জেল জুলুম অত্যাচার
সহেছো যাতনা
তোমার মত কে সহেছে
এতটা বেদনা?
বুকের মানিক হারিয়ে গেছে
কত যে তোমার ব্যাথা
ইতিহাসে থাকবে লেখা
তোমার সকল কথা?
জম্ম তবু ধন্য হলো
শহীদ জিয়ার। স্ত্রী
ক্ষমতায় তুমি আবার যাবে
বেয়ে সোনার সিঁড়ি।
মুক্ত হয়ে সুস্থ হয়ে
ফিরছো তুমি নীড়ে
আজোন আমি বসে আছি
পদ্মা মেঘনার তীরে?
আসবে ফিরে মহান নেতা
বিজয় নিশান নিয়ে
লাল সবুজের গালিচা খানি
তাহার উপর দিয়ে।
মাথায় ক্যাপ চোখে চশমা
হাতে দিয়ে ঘড়ি
চড়ে আসবে পদ্মা মেঘনায়
পাল তোলা ঐ তরি?
তাইতো আমি তাকিয়ে থাকি
পদ্মা মেঘনার দিকে
হঠাৎ তাকায় আকাশ পানে
আকাশ দেখি ফিকে?
অঝোরে ঝড়ছো কেন
কি হয়েছে ভাই
বলল আকাশ কাঁন্না সুরে
শহীদ জিয়া নাই??
শহীদ করেছে মেরে ফেলেছে
মিরজাফর এর দল
তাই না শুনে পড়ে গেল
আমার গায়ের বল,
জানাজায় গেলাম ছুটে
লাখো জনতার ঢল
কাঁন্না করে সবাই বলছে
জানাজাতে চল?
আসবে না আর এমন নেতা
বাংলা মায়ের বুকে
ব্যাক্তির চেয়ে দল বড়
শুনবে না আর মুখে।
কেঁদেছে আকাশ কেঁদেছে বাতাস
কেঁদেছে জনগন
জয় করেছিল জিয়া
সব মানুষের মন?
খাল খনন রাস্তা ঘাট
করেছে ফসল চাষ
বাড়ী বাড়ী পালতে হবে
গরু ছাগল হাঁস?
মাছ চাষ করতে হবে
মাঠে ফলবে ধান
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জিয়ার প্রিয় গান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon