মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
 

মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৫

---


মো. আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি


নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নে ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমাইয়া হত্যার প্রতিবাদে এবং ঘাতক আশরাফুল আলম পূর্ণকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৭ জুলাই) দুপুর একটায় রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সুমাইয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আশরাফুল আলমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ।মাদ্রাসা শিক্ষার্থী মরে, প্রশাসন কি করে?  আমার বোন মরলো কেন, জবাব চাই, জবাব চাই , খুনির আশরাফুল আলমের  ফাঁসি চাই।


পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রোয়াইলবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এলাকার সাধারণ মানুষ, অভিভাবক ও অংশ নেন।


উল্লেখ্য প্রেম সংক্রান্ত জেরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে উঠায় এবং তা অস্বীকার করায় গত ২৯জুন  বিষ (কীটনাশক) পানে সুমাইয়া গুরুতর অসুস্থ হয়ে গেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গত ১ জুলাই সকালে আরো উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে  গাজীপুরের স্কয়ার মাস্টার বাড়িতে পৌঁছা মাত্র মৃত্যু বরণ করেন ।



এই ঘটনায় গত বৃহস্পতিবার  (৩ জুলাই) কেন্দুয়া থানায় একটি এজাহার দায়ের করেন অসহায় ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়ার বাবা ।


এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান যুগের কন্ঠকে  জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু হয়েছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে  সর্বোচ্চ গুরুত্বসহকারে আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত  রয়েছে ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon