মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
 

কাউখালী বেকারিতে ভুয়া বিএসটিআই লোগো ব্যবহারের অভিযোগ, অভিযানে বেকারি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জুলাই ২০২৫

---

এনামুল হক,  বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার,করে বেকারির উৎপাদিত খাদ্য সামগ্রী বাজার জাত করার অভিযোগে রামিন বেকারি কে তালাবদ্ধ করে কারখানা বন্ধ করে দিয়েছে বি এস টি আই কর্তৃপক্ষ ও কাউখালী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।

বিএসটিআই বরিশাল কার্যালয়ের ফিল্ড অফিসার  ইয়াছির আরাফাত ও পরিদর্শক আল আমিন সরকার বলেন রামিন বেকারি কর্তৃপক্ষ বিএসটিআইয়ের অনুমতি পত্র ছাড়াই ভুয়া  লোগো ব্যবহার করছে এবং কারখানায় উৎপাদিত খাদ্য সামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন সহ নানান অনিয়ম পাওয়া গেছে।

সোমবার (৭জুলাই) দুপুরে কাউখালীর উজিয়ালখান এলাকায়  অবস্থিত রামিন  বেকারীতে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় বি এস টি আই কর্তৃপক্ষের উপস্থিতিতে   অভিযান  পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।

এ সময়  বেকারির মালিক অনুপস্থিতিত ছিল। অভিযানের সময়  বেকারিতে   বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন অনুযায়ী সঠিক কাগজপত্র  যাচাই-বাছাই এর জন্য বেকারির মালিক কে  নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় উপস্থিত হওয়ার আদেশ দেন এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  বেকারি বন্ধ রাখার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান  আদালতের বিচারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ  বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য  জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon