শনিবার, ৫ জুলাই ২০২৫
 

বিদেশে নেবার কথা বলে ৪ লক্ষাধিক টাকা নিয়ে উধাও পরান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ জুলাই ২০২৫

---


নিজস্ব প্রতিনিধি:


বিদেশে নেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা নিয়ে নিজেই বিদেশে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে পরান নামের এক প্রতারকের বিরুদ্ধে।


ওই প্রতারক কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সায়েবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আঃ জলিল মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি বিগত ১২ বছর আগে দেবিদ্বার উপজেলা সুবিল ইউনিয়নের বাসিন্দা মোঃ জিবন মিয়ার ছেলে মোঃ এনামুলকে বিদেশে নেওয়ার কথা বলে ৫ লাখ টাকা নেয়ার পর ৫ বছর পেরিয়ে গেলেও তাকে বিদেশে না নিয়ে বিভিন্ন টালবাহানা করে ৮৮ হাজার টাকা ফেরত দিয়ে গোপনে সৌদি আরবে চলে যায়। ভূক্তভোগীর বাকী ৪ লাখ ১২ হাজার টাকা দীর্ঘ ১২ বছর যাবৎ দেবো দিচ্ছি বলে সময় ক্ষেপন করে আসছে।


এ বিষয়ে তার বাড়িতে গিয়ে পরানের বাবা আঃ জলিল ও তার মা এবং বড় ভাই কবিরের সাথে কথা বলে জানা গেছে, তিনি আরো অসংখ্য লোকজনের কাছ থেকে টাকা নিয়ে সৌদি আরব পারি জানিয়েছেন। সেখান থেকে তিনি নিয়মিত স্ত্রী সন্তানদের জন্য খরচ পাঠাচ্ছেন।


জীবন মিয়া ছাড়া অন্য পাওনাদারদের টাকাও ফেরত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, জিবন মিয়ার টাকাটা এখনো ফেরত দেওয়া হচ্ছে না কেন? এই টাকা ফেরত দেওয়ার জন্য পরান এর পরিবারের লোকদেরকে অনুরোধ জানানো হলে তারা বলেন, আমরা দ্রুত টাকা ফেরায় দেওয়ার চেষ্টা করব।


এ বিষয়ে জিবন মিয়া বলেন, আমি বিগত ১২ বছর অপেক্ষা করে আমার টাকা ফেরত পাইনি। তাদের কাছে টাকা ফেরত চাইতে চাইতে আমি বিরক্ত এবং ক্লান্ত হয়ে পরেছি। আর কিছু দিন অপেক্ষা করে প্রয়োজনে মামলা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো। জীবন মিয়া আরো বলেন, আমিতো টাকা সুদে লাগাইনি। আমার ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে সেই টাকা দিয়ে পরান সৌদি আরব পারি জমিয়েছে। সে চরম একটা প্রতারক। আমি ১২ বছরের ক্ষতিপুরন সহ আমার টাকা ফেরত চাই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon