ঝালকাঠি প্রতিনিধি
“বৃক্ষরোপণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নলছিটি উপজেলা শাখা। নলছিটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিবিরের উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৮ জুন) বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে গাছ লাগানোর গুরুত্ব এবং গাছের যত্ন নেওয়ার কৌশল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে রক্ষা করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। আজকের এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।”
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছরই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরও উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য