রবিবার, ১১ মে ২০২৫
 

ঝালকাঠিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভায় ড. জিয়া হায়দার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৫

 ---

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলেরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা অনুভ’তি বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল।


সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালকাঠি শাখার প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি  মোস্তফা কামাল মনটু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার,  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এড. মুন্সি রেজাউল হক আজিম, জেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব এড. আনিসুর রহমান খান ।


প্রধান অতিথির  বক্তব্যে ড. জিয়া হায়দার স্বপন বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে দেশে কার্যত কোন উন্নয়ন হয়নি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি পর্যন্ত সরকারি করা হয়নি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করা একান্ত প্রয়োজন ছিল। আগামীতে যদি  বিএনপি সরকারে আসে তাহলে সারা দেশের  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল সরকারি করার উদ্যোগ নেয়া হবে।  প্রয়োজনে  এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সামাজিক ও আন্দোলন করতে হবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon