শুক্রবার, ৯ মে ২০২৫
 

দেবীদ্বারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু:

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মে ২০২৫

---


সংবাদ দাতাঃ আলমগীর হোসেন


কুমিল্লার দেবীদ্বারে স্কোয়ার হাসপাতালে সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসায় মুক্তা খাতুন (২৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৫ মে, আর মৃত্যুর ঘটনা ঘটে ৭ মে রাতে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. কামরুন্নাহার রানী এলাকা ছেড়ে ঢাকায় পালিয়েছেন বলে জানা গেছে।


নিহতের স্বামী আকরাম খান জানান, প্রসব বেদনা শুরু হলে স্ত্রীকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রাফির ভিত্তিতে অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসক। কিন্তু অপারেশনের পর শুরু হয় অস্বাভাবিক রক্তক্ষরণ। আকরামের দাবি, উন্নত চিকিৎসার জন্য বারবার অনুরোধ জানালেও হাসপাতাল কর্তৃপক্ষ মুক্তাকে ছাড়পত্র দেয়নি। সময়ক্ষেপণের কারণে অবস্থার আরও অবনতি ঘটে।


মৃত্যুর আগে মুক্তা স্বামীকে জানান, অপারেশনের সময় নার্সরা বলেছিলেন, “ম্যাডাম ভুল জায়গায় কেটে ফেলেছেন।” পরে চিকিৎসক নিজেই স্বীকার করেন, “আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ভুল ছিল, জরায়ু কেটে গেছে। তবে সমস্যা নেই, চারটা সন্তান তো আছেই।”


এ ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে যুক্তগ্রাম এলাকাবাসী। বৃহস্পতিবার মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের মাতমে আকাশ ভারী হয়ে ওঠে। নিহতের পরিবার দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


অভিযুক্ত ডা. কামরুন্নাহার রানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল চৌধুরী বলেন, “আকরাম আমার ছোট ভাইয়ের মতো। আমি পরে কথা বলব।”


ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon