মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ‘ইসলাম পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলকে চাপা দিলে দুজন আরোহী গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটে ফেরি থেকে নামার সময় হঠাৎ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে একজন মোঃ মিলন হাওলাদার (৩২), যিনি মাদারীপুর জেলার বাসিন্দা। অন্যজন আনিচ (৩০), যিনি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গোয়ালন্দ আল্লাহদি পুর হাইওয়ে থানার এসআই রাসেল শেখ বলেন, “বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দায়ী চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দুর্ঘটনার ফলে ফেরিঘাট এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”
দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন বলেন,”আমি ঘাট থেকে খবর পায় যে গোলাম মওলা ফেরি থেকে ইসলাম পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটে নাই। সবাইকে সাবধানতা সাথে ফেরী পারাপার হওয়ার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য