বরগুনা সংবাদদাতা
বরগুনার থেকে প্রকাশিত দৈনিক সাগরকূল এবং অনলাইন পোর্টাল সাগরকূলডটকম এর কার্যালয় শুক্রবার দুপুর ১২টায় পরিদর্শনকালীণ মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট-পিআইডি’র সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল বলেন যে, দৈনিক সাগরকূলের অনলাইন পোর্টাল সকল নিয়মনীতি মেনে পরিচালনার চেষ্টা করছেন যা প্রশংসার দাবী রাখে। তিনি দৈনিক সাগরকূলের প্রিন্টিং প্রকাশনা এবং অনলাইন পোর্টাল নিয়মিত চালু থাকায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বরগুনা জেলা থেকে প্রকাশিত “দৈনিক সাগরকুল” এবং অনলাইন পোর্টাল সাগরকূলডটকম-এর অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো শুক্রবার দুপুরে। বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট-পিআইডি’র উচ্চপদস্থ প্রতিনিধি দল উক্ত সংবাদপত্রের কার্যালয় পরিদর্শন করেন। মূলত অনলাইন মিডিয়ার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সংবাদ প্রচারের অগ্রগতি প্রত্যক্ষ করতেই এই সফরের আয়োজন করা হয়।
এই বিশেষ পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট-পিআইডি’র সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। তাঁর সঙ্গে ছিলেন বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট-পিআইডি’র সহকারী তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন খোন্দকার, স্টোর সহকারী মীর তারেক হোসেন।
পরিদর্শনের সময় দৈনিক সাগরকুল-এর সম্পাদক-প্রকাশকসহ অন্যান্য সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনায় উঠে আসে-দৈনিক সাগরকূলের প্রিন্টিং প্রকাশনা এবং অনলাইন পোর্টালটি কীভাবে নীতিমালা অনুসরণ করে কাজ করে যাচ্ছে, কীভাবে তা সাধারণ মানুষের কথা তুলে ধরছে এবং কীভাবে তৃণমূল সাংবাদিকতার একটি প্রামাণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ম. জাভেদ ইকবাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মফস্বল পর্যায়ে এত কার্যকর এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের চিত্র আমরা খুব কমই দেখতে পাই। দৈনিক সাগরকুল একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে, যা ভবিষ্যতের অনলাইন সাংবাদিকতার জন্য একটি পথ দেখাবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার চেহারাও পরিবর্তিত হচ্ছে। অনলাইন ভিত্তিক পত্রিকাগুলোর দায়িত্ব আরও বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে দৈনিক সাগরকূল এর মত একটি পত্রিকার দায়িত্বশীল এবং নিয়মনীতি নির্ভর কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।”
বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ দৈনিক সাগরকূল পত্রিকাটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উপস্থিত সহকারী তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন খোন্দকার এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে এমন একটি উদ্যোগ বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা এবং নির্ভরতা আরও বাড়াবে।”
এসময় দৈনিক সাগরকূল সম্পাদক ও প্রকাশক মোঃ নেছার উদ্দিন পরিদর্শন টিমের প্রধান বাংলাদেশ সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট-পিআইডি’র সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ পিআইডি’র টিমকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জানান, “আমরা সর্বদা নিয়মনীতি অনুসরণ করে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে-তথ্য, গণতন্ত্র ও জনগণের সংযোগ স্থাপন।”
প্রতিনিধি দলের এই সফর কেবল একটি সরকারি উদ্যোগ নয়, বরং এটি ছিল একধরনের অনুপ্রেরণা যা আগামী দিনে দৈনিক সাগরকুল-এর কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে বিশ্বাস করেন স্থানীয় সাংবাদিকগণ।
অনলাইন প্ল্যাটফর্মটি যেভাবে সম্পূর্ণ স্বচ্ছতা ও নীতিনৈতিকতা মেনে পরিচালিত হচ্ছে, তা যেন তৃণমূল সাংবাদিকদের জন্য শিক্ষণীয় হয়ে উঠেছে। স্থানীয় সাধারণ মানুষ এবং পাঠক সমাজও সংবাদপত্রটির পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে সম্মান জানিয়েছে।
এই সফরের উল্লেখযোগ্য দিকগুলো ছিল:
দৈনিক সাগরকুল-এর স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা, পিআইডি প্রতিনিধি দলের সরাসরি পরিবেশ পর্যবেক্ষণ, সম্পাদক-প্রকাশক ও প্রতিনিধিদের মধ্যে হৃদ্যতাপূর্ণ মতবিনিময়, সরকারি প্রতিনিধিদের সরাসরি স্বীকৃতি ও প্রশংসা।
এটি বরগুনার সাংবাদিক সমাজ ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এমন একটি সময়ে যখন ভুয়া তথ্য ও গুজবের ছড়াছড়ি, তখন দৈনিক সাগরকূল সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার যে মানদণ্ড তুলে ধরছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
সর্বশেষে, প্রতিনিধি দলের পক্ষ থেকে সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
মন্তব্য