শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
 

কাউখালীতে মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করার অপরাধে কক্ষ পরিদর্শকে ৭ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫

 

---


 কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের মাঝে গাইড বইয়ের টুকরা সরবরাহ করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড প্রদান করা হয়।

 ভ্রাম্যমান আদালত সূত্রে  জানা যায় বৃহস্পতিবার ২৪ এপ্রিল উপজেলার কাউখালী ইসলামিক কমপ্লেক্স  কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ফিকা পরীক্ষা  চলাকালীন পরীক্ষা কেন্দ্র কক্ষে  কর্তব্যরত শিক্ষক পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা নজরে আসে।  তিনি দেখতে পান যে কেন্দ্র পরিদর্শক  উপজেলার নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দিন পরীক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট বিষয় গাইড বইয়ের উত্তরপত্র সম্মিলিত গাইড  বই এর ছাপানো  টুকরা সরবরাহ করছেন। এ সময়  তাকে হাতেনাতে ধরা হলে  পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ধারায় অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা  ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon