মেহেদী হাসান, ঢাকা কলেজ
জুলাই বিপ্লবের বীর শহীদ ওয়াসিম আকরাম স্মরনে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ঢাকা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব আনোয়ার মাহমুদ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ ওয়াসিম স্মরনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ঢাকা কলেজে ভর্তি হওয়া ২০২৩-২০২৪ সেশনের নবীন ছাত্রদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট বনাম রসায়ন মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। মোট ১৬ টি ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দুই গ্রুপে ভাগ হয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর খেলা গুলো অনুষ্ঠিত হবে বলে।
উক্ত খেলা দক্ষ ভাবে পরিচালনা করেন মোঃ পারভেজ খন্দকার, মোঃ শরিফুল ইসলাম, আবু নাঈম, মোহাম্মদ হিমেল, আবু সাঈদ, জাহিদ হাসান, কাউসার প্রমুখ।
মন্তব্য