শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
 

চরফ্যাশনে জেলেদের মাঝে জীবন রক্ষাকারী লাইফবয়া বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩

---

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের অর্থায়নে ভোলার চরফ্যাশনে জেলেদের মাঝে ফ্লোট দিয়ে কম খরচে লাইফবয়া বিতরণ করা হয়েছে। ফ্লোট দিয়ে কম খরচে জীবন রক্ষাকারী বয়া বানানোর কৌশল শিখানো হয় জেলেদেরকে। গতকাল উপজেলার নিবন্ধীত ১ হাজার জেলে পরিবারের মাঝে ১৫টি করে ফ্লোট , বাঁশিসহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। ফ্লোট দিয়ে বানানো বয়া প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন,
---

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সি আর এস বাংলাদেশের টেকনিক্যাল এডভাইজার মোঃ শামিউল আলিম শাহ,কারিতাস বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায়, এস ডি এফের ক্লাষ্টার অফিসার খন্দকার শহীদুল আলম, ফিল্ড লাইভলিউড অফিসার সুব্রত হাওলাদার প্রমুখ।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon