শংকর চন্দ ,তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ ও উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফতাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আ. শহিদ, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাকাব উদ্দিন প্রমূখ।
আরও পড়ুনঃ ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছি, এখন আমি ডেঙ্গু রোগী
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি কেন্দ্র কমিটি গঠন করতে হবে। সভায় উত্তর বড়দল ইউনিয়নে একটি কেন্দ্র কমিটি গঠন করা হয়।
মন্তব্য