শনিবার, ২৪ মে ২০২৫
 

শোককে শক্তিতে রূপান্তরের আহবান বুটেক্স ভিসির

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩

---
বুটেক্স প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি পালন উপলক্ষে সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। একই সাথে শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলেই প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা নিবেদন হবে।এজন্য তিনি শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিজের মধ্যে লালন করার আহ্বান জানান।এছাড়া তিনি দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতির নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।

পরে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে জাতীয় শোক দিবস উপলক্ষে উন্নত মানের খাবার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon